|
---|
মহম্মদ নাজিম আক্তার, নতুন গতি, মালদা: বাম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই শতাধিক কর্মী। মঙ্গলবার ২১ জুলাই তৃনমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন কংগ্রেস ও সিপিআইএম এর দুই শতাধিক কর্মীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মালদা জেলার চাঁচল-১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আব্দুল হোসেন। এদিন চাঁচল-১ নং ব্লকের খোরবা জিপির বিভিন্ন গ্রাম থেকে আসা আশাপুর দলীয় অফিসে তৃনমূলে যোগদান করেন বাম কংগ্রেসের কর্মীরা।আগামী বছর বিধানসভা ভোটের আগে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করায় কিছুটা হলেও দলীয় শক্তি বৃদ্ধি হলো বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।
নবাগতদের হাতে পতাকা তুলে দেওয়ার পর চাঁচল-১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আব্দুল হোসেন জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও অনুপ্রেরণায় সামিল হতেই বাম কংগ্রেস ছেড়ে ঝাঁকে ঝাঁকে মানুষ তৃণমূলে আসছেন। আজও দুই শতাধিক মানুষ তৃণমূলে যোগদান করলেন। আমরা তাদেরকে তৃণমূলে স্বাগত জানালাম। নবাগতদের দাবি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন তা অন্তত নজিরবিহীন। আমরা উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান করলাম।
অপরদিকে বাম সংগঠনের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জানান, একই কর্মীকে বারবার নিজদের দলে যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে তৃনমূল। সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য রেজাউল করিম ওরফে ছোটন পঞ্চায়েতে কাজ নেওয়ার জন্য ২০১৯ সালেই সিপিআইএম দল ত্যাগ করে তৃনমূল কংগ্রেসে যোগ দান করেন। আজও পর্যন্ত তৃনমূল কংগ্রেস তার অপপ্রচার চালাচ্ছে। তৃনমূলের দূর্নীতি মানুষ বুঝে গেছে। ২০২১ বিধান সভার আগে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া ছেড়ে সিপিআইএম দলে যোগদান করে তাদের হাত শক্ত করবে বলে আশা।