মর্মান্তিক ঘটনা হাওড়া বর্ধমান কর্ড লাইনের বেগমপুরে স্টেশনে

সেখ আব্দুল আজিম, হুগলি : আপ পূর্বা এক্সপ্রেস এর ধাক্কায় ছিন্ন ভিন্ন মহিলার দেহ ।স্থানীয় সূত্রে খবর ওই মহিলা কর্মস্থলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিল এবং রেললাইন পারাপার করার সময় বিপত্তি ঘটে।সেই সময়ের দ্রুতগতির পূর্বা এক্সপ্রেস তাকে সজরে ধাক্কা মারে আশেপাশের লোকজন তাকে ডাকা হাকার পরও তিনি শুনতে পাননি প্রত্যক্ষদর্শীদের বয়ান হয়তো তার কানে হেডফোন লাগানো ছিল, সেই কারণেই তিনি গাড়ির হর্ন শুনতে পাননি, যদিও তার সাথে থাকা আরও একজনকে তৎক্ষণাৎ রেললাইন থেকে তুলে ফেলা হয় বড়াত জোরে রক্ষা পান উনি।

    স্থানীয় মানুষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন, যে বারবার রেলকে বলা সত্ত্বেও রেল না করছে উড়ালপুল না করছে সাবওয়ের ব্যবস্থা নিত্যদিন দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রশ্নের মুখে রেলের ভূমিকা।

    পরবর্তীকালে জানা যায় ওই মৃত মহিলার নাম – শুক্লা কুন্ডু, বয়স ৩১, তার বাড়ি বেগমপুর কাঁঠালতলা সংলগ্ন এলাকায় তার স্বামীর নাম সুরজিৎ, এবং তার বাড়িতে ছোটো দুই সন্তান আছে।

    পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল পুলিশ এবং সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।