তীব্র দাবদাহ, প্রাতঃকালে বিদ্যালয় চলবে মুর্শিদাবাদে

 

    রাইহানুল হক, মুর্শিদাবাদ :ক্যালেন্ডারে বর্ষাকাল না এলেও,সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশে বর্ষা শুরু হয়ে যায়। কিন্তু এবার বর্ষার দেখা নেই। উপরন্তু তীব্র দাবদাহে নাভিশ্বাস আম আদমির। প্রচণ্ড গরমে পুড়ছে সারাদেশের সঙ্গে এরাজ্যও। বৃষ্টির দেখা নেই। তাই শিশু শিক্ষার্থীদের দাবদাহ থেকে কিছুটা রেহাই দিতে প্রাতঃকালে বিদ্যালয়ের পঠনপাঠন চালানোর বিজ্ঞপ্তি জারি করলো মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আজকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১৩ই জুন থেকে ২৯শে জুন পর্যন্ত জেলার যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় দিবাভাগে চলে, সেগুলো প্রাতঃকালে পরিচালিত হবে। এরপরে ১লা জুলাই থেকে যথারীতি পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে বলে জানা গেছে।

    প্রসঙ্গত উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণী ও তীব্র দাবদাহের জন্য ৩রা মে থেকে ২৯ শে জুন পর্যন্ত প্রায় টানা দুমাস ছুটি ঘোষণা করে রাজ্যের শিক্ষাদপ্তর। এতে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এরফলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২৯ শে জুনের আগেই বিদ্যালয় খোলার ব্যাপারে ইঙ্গিত দেন এবং শিক্ষাদপ্তর বিজ্ঞপ্তি জারি করে। সেই অনুযায়ী গত ১০ই জুন রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পঠনপাঠন শুরু হলেও, তীব্র গরমের জন্য বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনেকেই অতিষ্ঠ হয়ে পড়ে। শিক্ষার্থীদের উপস্থিতির হারও কম হয়।
    আজকের এই বিজ্ঞপ্তি কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই পাচ্ছে শিশুরা।