মশাল পত্রিকার উদ্বোধন দোমোহানির শিল্পতীর্থ বাড়িতে

রোদ্দুর ইসলাম: মেমারি: ০৮ আগষ্ট : মশাল পত্রিকার প্রয়াত সম্পাদক সাহিত্য ও সংস্কৃতিতে নিবেদিত প্রাণ স্বনামধন্য হামিদা কাজীর ৬ এপ্রিল ২০২৪ আকস্মিক প্রয়াণের পরে তাঁর প্রতিষ্ঠিত মশাল পত্রিকা আজ ৮ আগষ্ট বৃহস্পতিবার নব কলেবরে প্রকাশিত হল প্রয়াত কবি ও সম্পাদক হামিদা কাজীর দোমোহানির শিল্পতীর্থ বাড়িতে। বৈকালিক এই মহতী অনুষ্ঠানে মশাল পত্রিকার বর্তমান বাহক তথা সম্পাদক তথা সাহিত্য সেবক প্রয়াত কবি ও সম্পাদকের স্বামী তপন কাজীর ঐকান্তিক ও একনিষ্ঠ প্রচেষ্টায় এবং মশাল পত্রিকার সভাপতি জহর মিশ্রর ঐকান্তিক সহযোগিতায় প্রায় পঞ্চাশ জন কবি সাহিত্যিক ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এবারের মশাল পত্রিকাটিতে প্রয়াত কবি গল্পকার নাট্যকার সম্পাদক ও সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব হামিদা কাজীর স্মৃতি চারণার সঙ্গে তাঁর কোন লেখা কোন পত্র পত্রিকায় কবে প্রকাশিত হয়েছে তার একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে গত শতকের নয়ের দশকের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ধরা হয়েছে।বলা যেতে পারে শিল্পাঞ্চলের অন্যতম সেরা সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব হামিদা কাজী সম্বন্ধে এবারের মশাল একটি আকর গ্রন্থ। এর জন্য সাহিত্য সেবক তথা বর্তমান সম্পাদক তপন কাজীর ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রমের প্রশংসা প্রাপ্য। এই মহতী অনুষ্ঠানের মূল বিষয় ছিল হামিদা কাজীর স্মৃতিতে কবিতা পাঠ ও তাঁকে নিয়ে আলোচনা।প্রথম সঞ্চালক ও মশাল সভাপতি জহর মিশ্রর বেঁধে দেওয়া এই সুর উপস্থিত গুণীজনেরা মোটামুটি ভাবে ধরে রেখেই এগিয়ে নিয়ে গেছেন সুচারু এই অনুষ্ঠানটি কে। মঞ্চাসীন ব্যক্তিবর্গ হলেন অনুষ্ঠান সভাপতি অমল বন্দ্যোপাধ্যায় এবং অতিথিবৃন্দ হলেন কল্যাণ ভট্টাচার্য্য, বিকাশ গায়েন, বাসুদেব মন্ডল, সুফি রফিক উল ইসলাম ও মশাল সভাপতি জহর মিশ্র। উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে ত্রিলোচন ভট্টাচার্য্য, প্রকাশ ঘোষাল, সুজিত কর্মকার, সুব্রত সরকার, কৃষ্ণেন্দু ঘটক, পার্থ প্রতিম আচার্য, কৌশিক সিনহা,অপর্ণা দেওঘরিয়া, নীতা কবি মুখার্জী, আলপনা মন্ডল সাধু, শুক্লা ঘাঁটী, মোমিতুল সাজি, কাজল অধিকারী, অচিন্ত্য ঘাঁটী, তারকনাথ মন্ডল, ছোটন গুপ্ত,মলয় মন্ডল, মাধুরী মিত্র, পৌলমী দাস, মুনমুন দাস, সুবোধ মাজি, প্রদীপ চক্রবর্তী, দেশবন্ধু রায়,গোপাল মিত্র, তাপস ঘোষ, ষষ্ঠীপদ দাস, ধনকৃষ্ণ ঘোষ, প্রিয়নাথ চ্যাটার্জী প্রমুখ প্রায় পঞ্চাশজন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণা, আলোচনা, বক্তব্য, কবিতা পাঠ ও গানে স্মৃতিময় ও শ্রুতি মধুর করে তোলেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন জহর মিশ্র ও প্রিয়নাথ চ্যাটার্জী এবং অনুষ্ঠান টি সুচারু রূপায়ণে সদা সহযোগিতায় মুক্ত হস্ত ছিলেন প্রয়াত কবির স্বামী তপন কাজী, পুত্র অভিনন্দন কাজী, পুত্রবধূ প্রিয়াঙ্কা সিংহ কাজী, পৌত্র অনিকেত কাজী সহ সমগ্ৰ পরিবার। মশাল পত্রিকার মশাল জ্বালিয়ে রাখার ব্যাপারে পত্রিকার সভাপতি ও সম্পাদক তথা সেবক সহ উদ্যোগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা কে সাধুবাদ জানান উপস্থিত সকলেই।