বীরভূমের সুপ্রসিদ্ধ খুষ্টিগিরীতে কেরমানীয়া জামে মসজিদের শুভ উদ্বোধন

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বীরভূম জেলার সুপ্রসিদ্ধ অন্যতম পবিত্রভূমি খুষ্টিগিরীতে ৩ মে শুক্রবার ( জুম্মার দিন ) সদ্য নবনির্মিত আকর্ষণীয় বিশাল গম্বুজ বিশিষ্ট কেরমানীয়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়৷ জুম্মার নামাজ পাঠের মধ্যদিয়ে উক্ত উদ্বোধনী পর্বের সূচী সম্পন্ন হয়৷ উপস্থিত ছিলেন দরগাহ শরীফের পক্ষে কেরমানী সাহেবের উত্তরসূরী বংশধররা, বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দ প্রমুখ৷ সহস্রাধিক মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর৷

    জানা গিয়েছে, নিকটবর্তী তালিবপুর, পলাশী, শ্রীরামপুর, গোলাপবাগ, ব্রাহ্মণডিহি, ইক্ষুসাড়া, শিকারপুর সহ বিভিন্ন গ্রাম থেকে অগণিত মানুষ এদিন উক্ত নবনির্মিত মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য সাগ্রহে এসে পৌঁছন৷ অন্তিম পর্যায়ে দরগাহ শরীফের মোতায়াল্লী জনাব সৈয়দ শাহ মোহাম্মদ বজলে রহমান কেরমানী সকলের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন৷ স্থানীয় গ্রামবাসী সহ উপস্থিত সকলকে এদিন তাবারুক রুপে বিরিয়ানি খাওয়ানোর মাধ্যমে বিশেষ ভাবে আপ্যায়িত করা হয়৷ বহু দূর দূরান্ত থেকে আগত ভক্ত অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো৷ দরগাহ শরীফের প্রতিনিধিরা এদিন বিশেষ তৎপরতা ও সক্রিয়তা দেখান৷ সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা৷