২০১৭ বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত মোস্ট ওয়ান্টেড জঙ্গি আব্দুল করিমকে গ্রেফতার করল রাজ্যের এসটিএফ

নতুন গতি নিউজ ডেস্ক: ২০১৭ বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত মোস্ট ওয়ান্টেড জঙ্গি আব্দুল করিমকে গ্রেফতার করল রাজ্যের এসটিএফ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জেএমবি জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষনেতা ছিল এই আব্দুল করিম ওরফে বড় করিম। বিস্ফোরক তৈরি ও বিস্ফোরক সামগ্রী জোগাড় করতে সিদ্ধহস্ত ছিল সে। এর আগে তাঁর বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমান বিস্ফোরক উদ্ধার করেছিল এসটিএফ। দীর্ঘদিন ধরেই তাঁকে ধরার জন্য উঠেপড়ে লেগেছিল রাজ্যের গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে মুর্শিদাবাদের সূতি থানা এলাকায় এক গোপন ডেরায় হানা দেয় এসটিএফ গোয়েন্দারা। তাঁদের সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশও। সেখান থেকেই মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে পাকড়াও করে তাঁরা। এদিনই তাঁকে কলকাতায় আনা হচ্ছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আব্দুল করিমকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিতে চায় এসটিএফ। তাঁকে জেরা করে জেএমবি জঙ্গিগোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে গোয়েন্দারা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, আব্দুল করিম গ্রেফতার হওয়ার পর অনেকটাই ক্ষতি হবে জেএমবি-র। কারণ এই জঙ্গি সংগঠনের প্রথম তিন শীর্ষ নেতার অন্যতম ছিল এই আব্দুল করিম। এখন বাকি দুজনের খোঁজ পেতে তাঁকে জেরা করবে রাজ্যের গোয়েন্দারা।