|
---|
পারিবারিক জমি বিবাদ নিয়ে মোথাবাড়িতে গুলিবিদ্ধ এক
মোথাবাড়িতে গুলিবিদ্ধ এক ব্যক্তি। গুলিবিদ্ধ ব্যক্তির নাম উদয় মন্ডল।
জানা যায়, আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজে ভর্তি। ঘটনার বিবরণে জানা গেছে , কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর মদনপুর কলোনির বাসিন্দা উদয় মন্ডল।
আজ দুপুর দুটো নাগাদ বাড়ির পাশে একটি জমিতে কোথায় কাজ করছিলেন তিনি। এমনই সময় ছবি লাল মন্ডল বলে এক যুবক দলবল নিয়ে এসে সামনে থেকে উদয় মন্ডল কে গুলি করে বলে অভিযোগ। ছবি লালের দলবল পালিয়ে গেলেও উদয়ের পায়ে গুলি লাগে। ঘটনা জানতে পেরেই গ্রামবাসীরা ছুটে এসে উদয় কে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বলে খবর । ঘটনা শোনা মাত্রেই ছুটে যান মালদা মেডিক্যাল হাসপাতালে আক্রান্ত উদয় মন্ডলকে দেখতে মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন। সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারপর তিনি জানিয়েছেন , ঘটনাটা খুব দুঃখজনক। তবে যে বা যারা গুলি করেছে তাদের উপযুক্ত শাস্তি হয় সেই বিষয়ে আমি পুলিশকে জানিয়েছি ।
পুলিশ সুপার অলক রাজুরিয়া জানিয়েছেন , “মোথাবাড়িতে এক যুবকের গুলিতে আক্রান্ত হবার খবর পেয়েছি। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছেন।