|
---|
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার :
কুয়াশায় ঢেকে ছিল আকাশ। বৃহস্পতিবার সকালে আপ শিয়ালদা – ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে চাপা পড়ে মৃত্যু হল মা ও ছেলের।
দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার ঘটনা। ঘটনাটি ঘটে গুরুদাস নগর ও বাসুলডাঙ্গা স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ের কাছে। ছেলে বাবু মল্লিক মাথায় জল পাম্প নিয়ে রেল লাইন পার হচ্ছিল। এমন সময় লাইনের উপর মা মিনা মল্লিকের শাড়ি রেল ট্রাকের জিলিপিতে আটকে যায়। পাম্প নামিয়ে রেখে ছেলে মা কে বাঁচাতে রেল ট্রাকে উঠতেই হুড়মুড়িয়ে আপ শিয়ালদা লোকাল ট্রেন চলে আসে। মা রেল ট্রাকের বাইরে চলে এলেও ছেলে বাবু মল্লিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। ট্রাকের বাইরে ছিটকে পড়া মা গুরুতর জখম অবস্থায় ছেলের রক্তমাখা মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুজনের মৃত্যুর খবরের জেরে মূর্ছা যাচ্ছেন মৃতের বাবা কালাচাঁদ মল্লিক। ধান জমিতে জল দেয়ার জন্যে মাথায় করে পাম্প সেট বয়ে নিয়ে যাবার সময় এই ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।