|
---|
নিজস্ব সংবাদদাতা : বিজয়া দশমী মানে বিষাদের সুর, মায়ের চলে যাওয়া। তবে বিজয় দশমীর দিনে আনন্দে মাতোয়ারা রায়গঞ্জের খাদিমপুরের বাসিন্দারা।
দশমীর দিন এখানে মায়ের আগমন ঘটে। এখানে মাকে দেবীকে চন্ডী রূপে পূজা করা হয়। মা এখানে চতুর্ভুজ রূপে পূজিত হন, সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী। পুজো দশমী থেকে দ্বাদশী পর্যন্ত চলে, পূজা উপলক্ষে অঞ্জলি রীতি রয়েছে।
স্থানীয় এলাকার বাসিন্দারা পুজোর তিনদিন আনন্দে মেতে উঠেন, এই পুজো দেখতে প্রচুর মানুষের ভিড় সমাগম হয়। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এই পুজোতে অংশগ্রহণ করেন বলে জানা যায়। পূজা উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন এই পুজো ৩০০ বছরের পুরনো, যা যথেষ্ট ঐতিহ্যশালী পুজো রূপে পরিচিত।