মথুরাপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস!

নুরউদ্দিন : মথুরাপুর লোকসভা ২৮ তম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মথুরাপুরের সাংসদ,পতাকা উত্তোলন করে শুরু হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস কর্মসূচি, রায়দিঘী বিধানসভা থেকে সাংসদের সাথে ছিলেন রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা,ব্লক সভাপতি প্রশান্ত সরকার, দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রামানিক, মথুরাপুর টু পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সহদেব সরদার, দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কাঁশারি, সিরাজ বৈদ্য, কুনাল মালি, মুস্তাক আহমেদ সহ অন্যান্যরা,এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দুস্থ অসহায় ব্যক্তিদের হাতে শাড়ি এবং শীত শীত বস্ত্র তুলে দেয়া হয়,পাশাপাশি দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ এবং বিধায়ককে সম্বর্ধনা যাপন করা হয়। এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘী বিধানসভার শংকরপুর, গিলার ছাট,দিঘিরপার বকুলতলা অঞ্চল সহ একাধিক অঞ্চল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন সাংসদ। সাথে সাথে কুমড়া পাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালিত হয় , উপস্থিত ছিলেন কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শরমা সরদার, অঞ্চল সভাপতি জ্ঞান-রঞ্জন মজুমদার, মনিরুল ইসলাম সহ অন্যান্যরা,এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসে উপস্থিত হয়ে সাংসদ বাপি হালদার বলেন আজকের দিনে অর্থাৎ ২৭ বছর আগে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা করেছে, বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বাংলার মানুষের সঙ্গে নিয়ে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শত ত্যাগ তিরীক্ষা আন্দোলনের মধ্য দিয়ে কর্মীদের আত্ম বলিদানের মধ্যে দিয়ে আজকের এই দলটা প্রতিষ্ঠাতা করেছে, তাই তার আজ প্রতিষ্ঠাতা দিবস পালন। সারা রাজ্যজুড়ে এই প্রতিষ্ঠাতা দিবস পালিত হচ্ছে। রাজ্যের বাইরে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দলটি আছে সেখানে সারম্বয়ে পালিত হচ্ছে প্রতিষ্ঠাতা দিবস।