|
---|
নুরউদ্দিন:মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দুই জায়গায় জনসভা করেন মথুরাপুর লোকসভার সাগর এবং রায়দিঘীতে,প্রথমে সাগরে জনসভা শেষ করে তিনি আবার হেলিকপ্টারে চেপে চলে আসেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘী বিধানসভার রায়দিঘীর স্টেডিয়াম মাঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়দিঘী জনসভার মাঠে আসার আগে বেশ কিছুক্ষণ বৃষ্টি শুরু হয়,সেই বৃষ্টিতে ভিজে যান কিছু পুলিশ আধিকারিকগণ এবং তৃণমূলের কর্মী সমর্থক। তারপর বৃষ্টি থামতে মুখ্যমন্ত্রী রায়দিঘীর জনসভার মাঠে পৌঁছায়!এদিনের জনসভা থেকে বিজেপি কে কটাক্ষ করতে ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তিনি বলেন ১০০ দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর,আর তৃণমূল যদি চোর আর তুইতো তৃণমূলের বড়ো ডাকাতের ডাকাতের সরদার।কয়লা কাদের হাতে দিল্লির হাতে তৃণমূল চুরি করবে কি করে!। গরু কার হাতে দিল্লির হাতে তৃণমূল চুরি করবে কি করে!। প্রমাণ করে দিক।তাই বলবো ওলি গলি মে সোর হে বিজেপি চোর হে, এমন স্লোগান দিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, রায়দিঘী বিধানসভার বিধায়ক ডঃ অলক জনলতা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার,মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ বহু তৃণমূল নেতৃত্ববৃন্দ। এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পয়লা জুন সকাল সকাল তিন নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাপি হালদারকে জয়যুক্ত করাবেন।