|
---|
নুরউদ্দিন, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের বড় পোলের কাছে,রবিবার দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার মগরাহাটে একটি দলীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন, হঠাৎ সাংসদের গাড়ির সামনে অটো এবং মোটর বাইক ওভারটেক করতে গিয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। আর সংঘর্ষের জেরে ঘটে গেল বিপত্তি, মোটরবাইক আরোহী এবং অটোচালক সহ তিনজন গুরুতর চোট পায়। তিন জনের আহত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, চোখের সামনে তিনজনকে পড়ে থাকতে দেখে, তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তাদেরকে উদ্ধার করে স্থানীয় নাইয়ার হাট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জানা যায় তিনজনের মধ্যে একজনের গুরুতর অবস্থা, তাকে ডায়মন্ডহারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে দুজন নাইয়ারহাট হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে সাংসদ বাপি হালদার জানিয়েছেন তিনজনের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা এখন সুস্থ আছে। তবে এমন ঘটনায় মানবিক মুখ মথরাপুর এর সাংসদ বাপি হালদারের।