মাওলানা আজাদ এর জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সেমিনার

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা সংগ্রামে মাওলানা আবুল কালাম আজাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো ফ্রন্টপেজ অ্যাকাডেমি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আজাদ এর ১৩৫ তম জন্মবার্ষিকীতে ফ্রন্টপেজ অ্যাকাডেমির বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা বাংলা এবং ইংরেজি ভাষায় আজাদের শিক্ষা ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে।

    উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া রোড রেলস্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ অ্যাকাডেমি পঠন-পাঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে মুসলিম মনীষীদের অবদান বিষয়ে আলোচনা সভার আয়োজন করে থাকে। একাডেমীর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বলেন মাওলানা আজাদ আমাদের দেশের প্রাথমিক শিক্ষা থেকে সর্বোচ্চ শিক্ষার যে পরিকাঠামো রচনা করেছিলেন তার উপরে ভিত্তি করেই আজও দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলেছে। সর্বশিক্ষা মিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সবই মাওলানা আজাদ এর কৃতিত্ব বহন করে চলেছে। তিনি বলেন মাওলানা আজাদ যেমন ধার্মিক ও ইসলামিক স্কলার ছিলেন। একই ভাবে তিনি দেশপ্রেমিক ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাদার কেএল জোশ, প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানটি একাডেমীর দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আরেফিন আলীর তেলাওয়াতে কালাম পাকের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে কলকাতা দূরদর্শন প্রযোজিত মাওলানা আজাদের শিক্ষা ও স্বাধীনতা আন্দোলনে অবদান বিষয়ক তথ্যচিত্র পরিবেশন করা হয়।