মৌলানা রহমতের উদ্যোগে দুইদিন ধরে ক্বেরাত ও গজল প্রতিযোগিতা

আজিজুর রহমান, গলসি : পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের তিলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ক্বেরাত, গজল, তাকরির, মুকালামা ও কুইজ প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এবছরও এই প্রতিযোগিতাটি আয়োজন করে মক্তবে মাহফিজুল কুরআন। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতা গতকাল শুরু হয়ে আজ শেষ হয়। জানা গেছে, এলাকার বিভিন্ন মক্তব থেকে প্রায় ৭৫০ জন প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়া, সকল প্রতিযোগীকে উৎসাহিত করতে সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়। মৌলানা রহমত আলির উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রশংসা করেছেন এলাকার বহু মানুষ। এড়াল মাদ্রাসার শিক্ষক, মৌলানা ফারুক মল্লিক বলেন, “রহমত সাহেব প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করেন। তাঁর এই উদ্যোগের ফলে মক্তবগুলির আরবি পড়ুয়ারা পড়াশোনায় আরও মনোযোগী হচ্ছে। আমরা চাই, এমন প্রতিযোগিতা এলাকার বিভিন্ন জায়গায় আয়োজন করা হোক।”