|
---|
নিজস্ব সংবাদদাতা :”পাহাড় কন্যা” পিয়ালি বসাক বর্তমানে ভর্তি রয়েছেন কাঠমান্ডুর এক হাসপাতালে। ঠিক এক সপ্তাহ আগে গত বুধবার চীন-নেপাল সীমান্তে ধরিত্রীর পঞ্চম উঁচু মাকালুর শীর্ষে আরোহণ করতে সক্ষম হয়েছেন পিয়ালি (আরো 3 জন সহযোগীর সঙ্গে)। কিন্ত ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে যান পিয়ালি। পরদিন ওঁকে 3 জন শেরপা আর হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে আয়োজক সংস্থা পায়োনিয়ার আডভেনচার মাকালু অভিযানের পর দীর্ঘ ২২ ঘণ্টা লড়াইয়ের পর জীবন হাতে নিয়ে ফিরেছেন পর্বতারোহী পিয়ালী বসাক ৷ কাঠমান্ডুর হাসপাতালে এখনও দুর্বল তিনি ৷ জানা গিয়েছে, দুই পায়ে ফ্রস্টবাইট ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন পিয়ালি৷ খুব দুর্বল পিয়ালি ঠিকমত খাওয়া দাওয়া করতে পারছেন না। ডাক্তার এবং নার্স প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সুস্থ করবার জন্য। ভারত থেকেও পর্বতারোহীদের একটি দল পিয়ালি বসাকের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে চলেছে। খবরে জানা গেছে পিয়ালির সুস্থ হতে একমাসের বেশী সময় লাগবে। তাকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হবে চিকিৎসার জন্য।তবে আরেকটু সুস্থ হবার পরে।খুব একটা কথা বলতে চাইছেন না পিয়ালি। ফোনেও কথা বলছেন না। একমাত্র ওয়াটস্আপেই উত্তর দিচ্ছেন তিনি।এখন অনেকটা সুস্থ হয়ে ওঠায় তার সাথে যারা দেখা করতে যাচ্ছেন একজন করে দেখা করতে দেওয়া হচ্ছে। তবে চিকিৎসার উন্নতি হচ্ছে কি না তখনই বোঝা যাবে যখন তাকে কলকাতায় নিয়ে আসা হবে।জানালেন উত্তরবঙ্গের পর্বতারোহীদের দেখাশোনা করা এক চিকিৎসক।