|
---|
এস ইসলাম নতুন গতি মুর্শিদাবাদ:
আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর বাজার এলাকাই অনুষ্ঠিত হলো মহা মিছিল সহ বিশাল জনসভা। উক্ত জনসভা থেকে কংগ্রেসের তাবোড়তোড় নেতারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বক্তব্য রাখলেন । একজন কংগ্রেস নেতা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে বললেন মমতা ব্যানার্জি একজন বেঈমান , কংগ্রেসের সঙ্গে জোট করে মুক্ষ মন্ত্রী হাওয়ার পর মীরজাফরের মতো জোট ভেঙেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য । তিনি আরো বলেন যে এটা আসলে TMC না এটা CMC কাঠ মানি দ্যা কস্ট* অর্থাৎ কাটমানি হলো তৃণমূল কংগ্রেসের আসল মূল্য।
এছাড়াও অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির নতুন প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প নিয়ে কটাক্ষ করে বেশ কিছু কথা বললেন – তিনি বলেন যে এসব কোন প্রকল্প নয় শুধুমাত্র মানুষের কাছে ভোট চাওয়ার একটি কৌশলমাত্র কারণ রাজনৈতিক নেতারা ভোট চাওয়ার সময় ভিখারী হয়ে যায় ।
এ ব্যাপারে তিনি নিজেকেও ভিখারী বলে মজা করে বলেন আমিও ভিখারী আমরা ভোটের ভিখারী কিন্তু দিদির মতো ভোট ভিখারী না।
এছাড়াও কেন্দ্র সরকারের লাভ জিহাদ আইন নিয়েও বক্তব্য রাখলেন : তিনি বলেন যে আমি পার্লামেন্টে লাভ জিহাদ নিয়ে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত লাভ জিহাদে কতজনকে অ্যারেস্ট করেছেন ।
এবং এক সাংবাদিকের প্রশ্নোত্তরে বলেছিলাম মুসলিম ছেলে হিন্দু মেয়েকে প্রেম করে বিয়ে করলে যদি লাভ জিহাদ হই তবে হিন্দু ছেলে মুসলিম মেয়েকে প্রেম করে বিয়ে করলে সেটা কি লাভ জিহাদ হবে নাকি তাদের জন্য কোনো আইন নাই , লাভ জিহাদ আইন মুসলিমদের জন্যই কেনো হবে।
অবশেষে তিনি জনগণকে উদ্দেশে করে বলেন আমরা তো আপনাদেরই ঘরের রাখাল , আপনাদের ছেড়ে আমরা কোথাই যাবো? তাই নিজের ঘরের লোককে বিশ্বাস করবেন , কারণ আপনাদের দোয়াই আমরা আপনাদের জন্য পার্লামেন্টে কথা বলতে পারি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের হকের জন্য লড়াই করে যাবো ।