|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: অতিমারী আবহে লকডাউনে যাতে দুস্থ মানুষদের পেটে খিদে নিয়ে ঘুমোতে না হয়, সেইজন্য কমিউনিটি কিচেন খুলেছিলেন দেব। এবার বানভাসী ঘাটালের ক্ষেত্রেও তার অন্যথা হল না। প্লাবিত এলাকার মানুষেরা যাতে দু’বেলা দু’মুঠো খেতে পারেন সেই ব্যবস্থাই করলেন তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী দেব।
‘দিদি প্রধানমন্ত্রী হলেই ঘাটালবাসী বাঁচবে’, মঙ্গলবারই নিজস্ব সংসদীয় এলাকার জমা জলে দাঁড়িয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন সাংসদ দেব। এবার কমিউনিটি কিচেন খুলে প্লাবিত এলাকার মানুষদের অন্নসংস্থানের ব্যবস্থা করে দিলেন তিনি।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্যাবিধ্বস্ত ঘাটাল পরিদর্শনে গিয়েছিলেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মোদী সরকারকে বিঁধে সাংসদ বলেছিলেন, “বন্যা হয়ে যাওয়ার পর ক্ষতির জন্যে যে টাকা পাঠানো হয়, সেগুলো আগে পাঠালেই মানুষকে আর এই তাণ্ডব দেখতে হত না। বন্যা আটকানো যেতে পারত। পাশাপাশি ঘাটালের মানুষকেও এত দুর্ভোগের শিকার হতে হত না।”
উল্লেখ্য, গত সপ্তাহেও ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সাংসদ-অভিনেতা। বানভাসী এলাকায় খালি পায়ে ঘুরে, সেখানকার মানুষদের অভাব-অভিযোগ শুনে ত্রাণও বিলি করেছিলেন। তবে তাতেও পরিস্থিতি বদলায়নি। প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও বেগতিক হয়েছে। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ঘাটালে গিয়েছিলেন সাংসদ-অভিনেতা দেব।
সেইসময় তিনি জানান, ঘাটালে যে ব্রিজগুলো রয়েছে, তা খুব তাড়াতাড়ি মেরামত করাই সরকারের লক্ষ্য। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য দীর্ঘ কয়েক বছর ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করে চলেছে রাজ্য। দিল্লিতে গিয়েও বহুবার বৈঠক করেছেন তিনি। কিন্তু কোনও সুরাহা হয়নি। পাশাপাশি সাংসদ দেব এও উল্লেখ করতে ভুললেন না যে, কেন্দ্র-রাজ্য সংঘাতের জন্যই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আটকে রয়েছে। তবে সেই সমস্যার সুরাহা না হলেও সাধারণ মানুষ যাতে খেতে পারেন, সেই ব্যবস্থা করেছেন দেব। আর সাংসদের এমন মানবিক উদ্যোগেই আপ্লুত ঘাটালবাসীরা।