|
---|
সৌমেন ন্যায়বান, নতুন গতি, মথুরাপুর: সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এখন পরীক্ষার আবহ, শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০১৯ ,আজ ছিল প্রথম ভাষা বাংলার পরীক্ষা। নতুন পরীক্ষার্থীদের সাহস যোগাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বাপুলীর ও যুব তৃণমূল সভাপতি বাপী হালদারের সহযোগিতায় পরীক্ষার্থীদের সাহার্যাথে মথুরাপুর ১ নং ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের বাইরে পরীক্ষার্থীদের সহযোগিতায় উপস্থিত ছিল তৃণমূল ছাত্র পরিষদের এক বিশেষ টিম।
স্কুলের বাইরে সহায়তা কেন্দ্র থেকে জলের বোতল,পেন এবং ফুল দিয়ে ছাত্র ছাত্রীদের অভিবাদন জানান হয়। তৃণমূলের ছাত্র সংগঠন এইরকম একটি বিশেষ কাজে এগিয়ে আসায় খুবই খুশি দক্ষিণ পরিষদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বাপুলী মহাশয়।
এই সহায়তা কেন্দ্রে যারা উপস্থিত ছিলেন তারা হলেন মথুরাপুর ১ এর ছাত্র পরিষদের সভাপতি সুমন পুরকাইত, ছাত্র পরিষদের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক সত্যজিৎ মিস্ত্রী, তৃণমূল যুব এর সভাপতি বাপী হালদার,ও স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্দীপ হাজারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।