|
---|
হজ্ব কমিটির প্রশংসায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার
বিশেষ প্রতিবেদন, কলকাতা: পবিত্র হজ যাত্রার পঞ্চম দিনে নিউটাউন মদিনাতুল হুজ্জাজ ও দমদম বিমানবন্দরে উপস্থিত হয়ে কাবা শরীফের মেহমানদের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে দেখা যায় রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারীদে’র। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটির পরিচালনায় পার্শ্ববর্তী ছয় রাজ্যের হাজীদের পরিষেবায় কোন রকমের ত্রুটি যাতে না হয় অতন্দ্র প্রহরীর মতো পাহারায় আছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মঙ্গলবার হাজীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য তথা সমগ্র মানব জাতির জন্য দোয়া প্রার্থনা করেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, হজ্ব কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সদস্য নাদিমুল হক, বিধায়ক শ্রী সপ্তর্ষী ব্যানার্জী, কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, কলকাতা পুরসভার বোরো চেয়ারম্যান সানা আহমেদ, হজ্ব কমিটির সদস্য ফজলুর রহমান, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ সহ পার্শ্ববর্তী বিহার রাজ্যের প্রতিনিধিদল ও অন্যান্যরা।