এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে রোগী নিখোঁজ, যাদবপুর থানায় অভিযোগ দায়ের

নতুন গতি নিউজ ডেস্ক: এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে এক রোগী নিখোঁজ হওয়ার   ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বর জুড়ে। ইতিমধ্যে এই বিষয়ে যাদবপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন রোগীর পরিবারের লোকজনরা। নিখোঁজ ওই রোগীর নাম, হরি নস্কর। বয়স ৬০,গড়িয়ার বাসিন্দা।রোগীর পরিবারের লোকজনরা জানান, শুক্রবার রাতে বুকে ব্যাথা নিয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন হরি নস্কর। এরপর শনিবার দুপুরে তাঁরা গিয়ে দেখেন, বেডে নেই তিনি।তাঁর স্যালাইনটাও পড়ে রয়েছে।হাসপাতালের নার্সরা জানান, দুপুর ২টো থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ, এত পুলিশ, সিকিউরিটি গার্ড থাকা সত্বেও কি করে একজন রোগী হাসপাতাল থেকে মিসিং হয়ে যায়।হরি নস্করের ছেলে, গোবিন্দ নস্কর।
ফোন নম্বর – 9674671790