|
---|
নিজস্ব সংবাদদাতা : তরুণ পরিচালক মৃদুল সংলাপহীন,অথচ বক্তব্যগধুর এগারো মিনিটের শর্ট ফিল্মে দেখিয়েছেন কিভাবে প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা আমাদের জীবন থেকে ছুড়ে ফেলে দিই মানুষ কিম্বা জিনিসকে।তবে এই ভাবনা নিয়ে সিনেমা কেন? মুখে স্মিত হাসি দিয়ে পরিচালকের উত্তর “আসলে জীবন থেকেই এমন শর্ট ফিল্ম তৈরির তাগিদ অনুভব করেছি।” জাফনা ইন্টারনেশনেল ফিল্ম ফেষ্টিভেলে ওয়র্ল্ড প্রিমিয়ার হয়ে যাওয়া এই শর্ট ফিল্ম প্রদর্শিত হয়েছে, শিলিগুড়ি ফিল্ম ফেষ্টিভেল এবং ঘাটশিলা ফিল্ম ফেষ্টিভেলে।এই মহালয়ায় (চোদ্দ অক্টোবর, শনিবারে) The Steps মুক্তি পাবে e Film zone য়ের পর্দায়।