|
---|
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের আলীগড় এর জেলা প্রশাসনের কাছে সেখানকার প্রধান মুফতি মোহাম্মদ খালিদ অনুরোধ করেছেন রাস্তার মধ্যে যেন কোন প্রকার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন না করা হয়। সাথে তিনি ইসলাম ধর্মের সমস্ত মানুষের কাছে অনুরোধ করেছেন নামাজ পড়ার জন্য মসজিদ বাড়ি উপযুক্ত জায়গা। আমাদের সকলের উচিত রাস্তায় নামাজ না পড়ে বাড়িতে এবং মসজিদে নামাজ পড়া। রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে অনেক সময় নানা গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুফতি খালেদ বলেন আল্লাহ ইবাদত করার জন্য মসজিদ সবচেয়ে উন্নত মানের জায়গা। বাড়িতে আল্লাহর ইবাদত করা যায়। কিন্তু রাস্তা থেকে ব্যতীত থাকতে হবে। রমজান মাসে নামাজের সংখ্যা মসজিদে অনেক বৃদ্ধি পায়, যদি সারা বছর নামাজ ঈদের সংখ্যা এইরকম থাকে তাহলে মসজিদের ছাদে নামাজের জন্য ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু বছরের বাকি সময় করে তো নামাজ এদের সংখ্যা খুব কম থাকে।