কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে দিল্লী থেকে ট্রাক্টর প্যারেড করে বাড়ি ফিরলেন কালিয়াচকের “মুহাম্মদ আতাউর রহমান

নতুন গতি, কালিয়াচক : দীর্ঘদিন ধরে চলা, কৃষক-আন্দোলনের সমর্থন জানাতে কালিয়াচক থেকে সূদুর গাজীপুর বর্ডার থেকে, ট্রাক্টর র‍্যালী করে বাড়ি ফিরলেন কালিয়াচক-১ কিষাণ ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সাহেব।আতাউর রহমান সাহেব নিজে একজন ব‍্যাঙ্ক কর্মী হলেও কৃষক পরিবারে জন্ম তার, কৃষকের জ্বালা জন্ত্রনা তার অজানা নয়।

     

    আমাদের দেশ ভারতবর্ষ কৃষি প্রধান হওয়া সত্ত্বেও, ভারতবর্ষের কৃষকদের স্বার্থ ক্ষূন্ন হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের রাজত্বে। ভারতবর্ষের কৃষকদের আত্মহত্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতীয় কৃষকদের করুন অবস্থা। বর্তমান কেন্দ্রীয় সরকার সব রেকর্ড ছাড়িয়েছে। বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে বিভিন্ন কিষাণ সংগঠন ও কেন্দ্রের মোদি সরকারের মধ্যে যে বিরোধ চলছে তা বিশ্ব দরবারে নিন্দনীয় ও আলোচিত। আর এই আলোচিত আন্দোলনের স্বাক্ষী থাকলেন কালিয়াচকের বীর সন্তান তথা কালিয়াচকের কিষাণ নেতা মোহাম্মদ আতাউর রহমান।

     

    এই ভয়ংকর করুনা কাল,হাড়কাপুনি ঠাণ্ডা কোনোটাই রুখতে পারেনি ষাটোর্ধ্ব প্রাক্তন ব‍্যঙ্ক ম‍্যানেজারকে। আতাউর রহমান সাহেব বলেন,আমি বাড়িতে বসে থাকবো আর যারা আমাদের খাবার জোগাড় করে আমাদের অন্নদাতা তারা হাড়কাপুনি ঠান্ডায় দিল্লির রাস্তায় প্রানবিসর্যন করবে এটা হতে পারে না, তাই আমি তাদের কাছে গিয়ে, পাশে দাড়িয়ে তাদের আন্দোলন কে সমর্থন করে এসেছি এবং ভবিষ্যতেও আবার যাবো।

     

    আতাউর রহমানের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছে কালিয়াচক-১ ব্লক তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি মোহাম্মদ কুরবান সেখ এছাড়াও সম্ভার্ধনা জানালেন কালিয়াচকের সাধারণ মানুষ থেকে শুরু করে কিষাণ ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট বাদরুদ্দিন আহমেদ, জাহিদ চিস্তি, আব্দুল আহাদ, গয়েশবাড়ি অঞ্চল সভাপতি মোঃ নাসিরুদ্দিন সেখ সহ আরও অন‍্যান‍্য সদস্যবৃন্দ ।