মুহাম্মদ আওরঙ্গজেবের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

পারিজাত মোল্লা : মধ্য হাওড়ার হাওড়া মুসলিম হাইস্কুলে মহম্মদ আওরঙ্গজেবের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। হাওড়ার উল্লিখিত স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে, ভূগোল শিক্ষক পদে উন্নীত হওয়ার কারণে মহম্মদ আওরঙ্গজেবকে স্কুল থেকে যেতে হয়েছিল । এই উপলক্ষে হাওড়া মুসলিম হাইস্কুলের সভাপতি আব্দুল কাইয়ুম আনসারি মহম্মদ আওরঙ্গজেবকে অভিনন্দন জানিয়ে বলেন যে -“একটি সুস্থ সমাজের জন্য এটি গুরুত্বপূর্ণ যে আমরা একে অপরকে মূল্যবান এবং সম্মান করি এবং এই কর্মসূচি এই দিকে একটি ইতিবাচক পদক্ষেপ”। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শামশাদ আলম তাদের অভিনন্দন ও আগামীর জন্য শুভ কামনা জানান। এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও টিটাগড় মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রিয়াজুল আবেদীন, হাওড়া মুসলিম উচ্চ বিদ্যালয় কমিটির সদস্য শামীম খান প্রমুখ।