|
---|
নাজমুস সায়াদাত : ফুরফুরা শরীফের ইসালে সাওয়াব এর প্রাক্কালে প্রকাশিত হলো ছোটো হুজুর রঃ এর পৌত্র মুহাম্মদ উজাইর সিদ্দিকীর অনুবাদ কৃত বই ‘নাবাবী জীবন’। বই টির মূল আরবী মুহাম্মদ আল হাসান বিন আলাউই আল মালিকি রঃ এর ‘তারিখুল হাওয়াদিস ওয়াল আহ ওয়ালিন নাবুওয়াহ ‘।’নাবাবি জীবন ‘ তার ই অনুবাদ যেখানে হযরত মুহাম্মদ সাঃ এর এর জীবনী সুন্দর ভাবে প্রস্ফুটিত হয়েছে।বই টি প্রকাশ এর দিন উপস্থিত ছিলেন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার শাইখুল হাদীস সৈয়দ মহম্মদ বাহাউদ্দিন সাহেব ,পির আবু তাহের সিদ্দিকী সাহেব ও আরো গুনিজন । উল্লেখ্য যে পীরজাদা উজাইর সিদ্দিকী কয়েক বছর পূর্বে সারা পশ্চিমবঙ্গে ফাজিল পরীক্ষায় প্রথমে স্হানাধীকারি। একাধারে তিনি হাফেজ এবং আলেম। ইসলামী ফিক্বহ সম্পর্কে তাঁর উদার চিন্তা আধুনিক যুবসমাজ কে অল্প দিনেই বেশ আকৃষ্ট করেছে।এর পূর্বে তিনি ফুরফুরার পির মেজ হুজুর রঃ এর কিতাব ত্ববাকতুল ইজাম ও মিন্নাতুল মুগীস এর অনুবাদ করেছিলেন যা পাঠক মহলে সারা জাগিয়েছিল।আশা করা যায় তাঁর অনুবাদ কৃত বই বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করবে।