ঠাকুরপুকুর মহেশতলায় মহরম উৎসব পালিত হচ্ছে

ঠাকুরপুকুর মহেশতলা:নুরউদ্দিন:আজ ঠাকুরপুকুর মহেশ তলা চট্টা সুবিদ আলী কারবালা মাঠে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহরম। আজ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মুসলিম সম্প্রদায় মানুষরা পবিত্র মহরম পালিত করলেন। এই দিনে মুসলিম সম্প্রদায়ের ছেলেরা লাঠি হাতে রাস্তায় ঘোরাতে ঘোরাতে এবং ব্যান্ড সহকারে মানুষকে আনন্দ দান করলেন। এই অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। দোকানপাট বসেছে প্রচুর শুরু হয়েছে মানুষের আনাগোনা। মুসলিম সম্প্রদায় মানুষ ছাড়া হিন্দু সম্প্রদায় মানুষরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বসেছে মেলা বিভিন্ন দোকানপাট প্রায় এক লক্ষ মানুষের সমাগম। পুলিশি করা নিরাপত্তা এবং সিসিটিভি আওতায় রয়েছে গোটা এলাকায়। অপ্রীতিকর কাজ না ঘটে তার জন্য এরূপ বন্দোবস্ত করেছেন প্রশাসন। ছোট বড় এবং কচিকাঁচারা আনন্দ সহকারে মেতে উঠলো পবিত্র মহরমে। মুসলিম সম্প্রদায় ছেলে ও মেয়েরা গা ভাসিয়ে দিল আজ এই পবিত্র মহরমের দিনে।

     

     

     

    মহেশতলা থেকে নুরুদ্দিনের রিপোর্ট