|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরে মহাসমারোহে রবিবার মহরম পর্ব পালিত হল। উপস্থিত বিধায়ক ও ডিএসপি হেডকোয়ার্টার।
প্রতিবছরের মতো এবারও ঝাড়খন্ড সীমান্তবর্তী অঞ্চল রাজনগরের ইমামবাড়া প্রাঙ্গনে মহাসমারোহে মহরম পর্ব উদযাপন করা হলো। রাজনগর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে সাতটি তাজিয়া নিয়ে শোভাযাত্রা করে ইমামবাড়া প্রাঙ্গণে প্রাচীন প্রথা মেনে সারিবদ্ধভাবে রাখা হয় । পাশাপাশি এই ইমামবাড়া প্রাঙ্গণে বিভিন্ন গ্রাম থেকে আগত দল লাঠিখেলা প্রদর্শন করে।
এদিনের এই মহরম পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার, রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর থানার ভারপ্রাপ্ত ওসি তপাই বিশ্বাস, পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাহে ইসলাম কমিটির সম্পাদক আবুল ফজল খান সহ বহু বিশিষ্টজনেরা।
বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন জাতি ধর্ম নির্বিশেষে এখানের মহরমের অনুষ্ঠান দেখতে আসেন এখানকার মেলা প্রতিবারই একটি মিলন মেলায় পরিণত হয়। যা সত্যিই প্রশংসনীয়।
এদিন এই মহরম উপলক্ষে এখানে একটি মেলাও বসে, যেখানে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অপরদিকে রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমোড়া গ্রামে শান্তি কমিটির পরিচালনায় মহরম পর্ব উদযাপন করা হল। এখানেও হিন্দু-মুসলিম একসাথে সম্প্রীতির মহরম পর্ব উদযাপন করেন।