|
---|
আব্দুল আজিম : হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুরে মুজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে পীরজাদা মাওলানা মোঃ সাফেরী সিদ্দিকী সাহেবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম সদস্য হেলাল মল্লিক ও শেখ নাসির জানান নবাবপুর ভগবতীপুর ও কুমিরমোড়া গ্রামের গ্রামবাসীদের নিয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুষ ও মহিলা মিলে প্রায় ১২০ জন রক্ত দান করেন। প্রায় ৫০০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই সুভারম্ভ হয় অনুষ্ঠানের।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার।
সমগ্র অনুষ্ঠানটির সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মোঃ তাহাবিব সিদ্দিকী সাহেব , পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা সৈয়দ ইমাদ উদ্দিন, অর্ধেন্দু চক্রবর্তী, জাহাঙ্গীর মল্লিক, সুকুমার দাস, মলয় খা, মোশাররফ হোসেন, আবু আফজাল জিন্না প্রমুখ। মাওলানা পীরজাদা সাফেরি সিদ্দিকী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।