মুগবসান হক্কানিয়া হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সেখ মহম্মদ ইমরান,নতুন, গতিমেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার মুগবসান হক্কানিয়া হাইস্কুল (উঃ মাঃ)এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হলো আজ বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবছরেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয় ছাত্রছাত্রীরা। এই বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালন কমিটির সভাপতি সেখ আব্দুল মাবুদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক তথা প্রধান শিক্ষক অসিত বরণ জানা, কর্মাধ্যক্ষ অনিল কুমার ঘোষ, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, সমাজসেবী রিয়াজুল হক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ বিশিষ্টরা । এদিন অনুষ্ঠানে আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন খুশি সাজো উপস্থিত ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের মন মাতিয়ে দেয় । বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবিতা, নাটক, দেশাত্ববোধক গান পরিবেশন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ জানা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

    ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা  ১৮০ জন ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০২ জন। এছাড়াও এক‌ই মঞ্চে ২০১৯ সালে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম স্থানাধিকারী পড়ুয়াদের একটি করে ব‌ই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সুললিত কণ্ঠে ও সুচারু ভাবে সঞ্চালনা করেন  যোগেশ্বর মন্ডল।