|
---|
উত্তরপ্রদেশ: বিধানসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশ BJP তে আবারও ভাঙন। পদত্যাগ করলেন যোগী সরকারের আরও এক বিধায়ক মুকেশ ভার্মা। পদ্ম শিবির ছাড়ার কথা সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি। তাঁকে নিয়ে বিগত ৪৮ ঘণ্টায় সাত জন বিধায়ক পদত্যাগ করলেন।
মুকেশ ভার্মা ফিরোজাবাদের শিখোহাবাদ কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনিও বাকিদের মতোই যোগী সরকারের বিরুদ্ধে দলিত সহ অনগ্রসর শ্রেণীর মানুষ, কর্মহীন এবং কৃষকদের অবহেলা করার অভিযোগ তুলেই পদত্যাগ করেছেন।
এদিন তাঁর টুইট, ‘বিগত পাঁচ বছর ধরে আমি BJP- র বিধায়ক। এই দীর্ঘ দলিত, পিছিয়ে পড়া অন্য জাতি, বেকার কিংবা কৃষকদের জন্য যোগী সরকারকে সেভাবে ভাবতেই দেখিনি। আমার মনে হয়েছে অনগ্রসর শ্রেণী, কর্মহীন এবং কৃষকদের প্রতি অবিচার হচ্ছে। আর সেই কারণেই আমি BJP ছাড়লাম।’