|
---|
মথুরাপুর : নুরউদ্দিন, রাত পোহালেই দক্ষিণ ২৪ পরগনার সাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই গোটা জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় মথুরাপুরের সাংসদ বাপী হালদারের সাংসদ কার্যালয়ে। সেখানে সাংসদ বাপী হালদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কেক ও মিষ্টি খাইয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর দু:স্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।পাশাপাশি রায়দিঘির কাশিনগরে এম এল এ অলক জলদাতার উপস্থিথিতে ৭০ তম বর্ষের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন খাড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি নূর মোহাম্মদ শেখ, হাসিবুল বাগানি সহ অন্যান্যরা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কোম্পানিরঠেক বয়ারগদিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদারের নেতৃত্বে কেক কেটে পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।