|
---|
সেখ সামসুদ্দিন : ১৩ মে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য ব্যাপী চলছে পেট্রোল, ডিজেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও কর্মীসভা। মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে সামনে রেখে মেমারি বিধানসভার বিধায়ক এর উদ্যোগে মেমারি বিধানসভার প্রতিটি অঞ্চলে চলছে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও কর্মীসভা। আজ বিকালে প্রতিকূল পরিবেশের মধ্যে মেমারি ১ ব্লকের বাগিলা অঞ্চলের তালচিনি গ্রামে অর্ক ব্যানার্জীর ব্যবস্থাপনায় মিছিল করা হয় এবং কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জীর বাগিলা অঞ্চল কার্যালয়ে একটি কর্মীসভা করা হয়। ২০২৩ সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কর্মীসভা করা হচ্ছে বলে জানা যায়। উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, তৃণমূল নেতা অচিন্ত্য চ্যাটার্জী, আশীষ ঘোষ দস্তিদার, মহিলা নেত্রী গীতা দাস সহ এলাকার নেতৃত্ব ও কর্মীবৃন্দ।