মুখ্যমন্ত্রী বাংলায় শিক্ষার উন্নয়ন বিষয়ক প্রচার কর্মসূচি করল শিক্ষক সংগঠন

সেখ সামসুদ্দিন : দিদির বাংলায় শিক্ষার উন্নয়ন বিষয়ক প্রচার কর্মসূচি করল শিক্ষক সংগঠন নিমো ২ অঞ্চলের দক্ষিণ মহেশডাঙ্গা ক‍্যাম্পে। সকাল ১১টা থেকে পাড়ায় পাড়ায় শুরু করে এই প্রচার অভিযান। উপস্থিত ছিলেন মেমারি ১ ও ২ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, মেমারি ১ চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দীপ পাল, কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, শিক্ষক আশুতোষ বেসরা, বাপি ঘোষ, বিকাশ ভট্টাচার্য, মৃন্ময় ঘোষ, মেমারি ১ ব্লক মহিলা নেত্রী গীতা দাসের নেতৃত্বে নারীশক্তি সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এদিন শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কি কি করেছেন, কন‍্যাশ্রী থেকে সবুজসাথী, স্কলারশিপ সহ ২৮ দফা তালিকা ধরে গ্রামবাসীদের কাছে তুলে ধরে হ‍্যান্ডবিল সহযোগে প্রচার করা হয় বলে জানান শিক্ষক নেতা কৌশিক মল্লিক। তিনি আরও বলেন এই প্রচারে বেরিয়ে মানুষের মধ্যে ব‍্যাপক সারা পেয়ে উৎসাহ পাচ্ছেন।