মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জীর উপর আক্রমণের প্রতিবাদে মেমারি বিধানসভার প্রতিটি অঞ্চলে মৌনমিছিল

সেখ সামসুদ্দিন : নন্দীগ্রামে মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জীর উপর আক্রমণের প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গের সঙ্গে মেমারি বিধানসভার প্রতিটি অঞ্চলে মৌনমিছিল করা হয়। মেমারি পুরসভার ৫, ৮, ৯, ১০ নং ওয়ার্ডে যুবনেতা সৌরভ সাঁতরা, ছাত্র নেতা মুকেশ শর্মা, সংখ্যা লঘু নেতা ফারুক আব্দুল্লা, শিক্ষক নেতা কৌশিক মল্লিক, প্রাক্তন কাউন্সিলর রত্না দাস, জেলা সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত সহ শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী ও সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদারদের উপস্থিতিতে বৃহৎ আকারে মৌন মিছিল করা হয়। একইভাবে অঞ্চলগুলিতেও মৌন মিছিল ও কোথাও কোথাও পথসভা করা হয়। দুর্গাপুর অঞ্চলের বড়র ইলামডাঙ্গায় মৌনমিছিলে প্রার্থী মধুসূদন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি অনুপ কোনার, প্রধান শিখা রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, ব্লক সহ সভাপতি সাজাহান মল্লিক, ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, আপন সেখ সহ পঞ্চায়েত সদস‍্য ও অঞ্চলের কর্মীবৃন্দ। দেবীপুর অঞ্চল সভাপতি পার্থ সিদ্ধান্তের নেতৃত্বে এক বিশাল মৌন মিছিল করা হয়। নিমো ১ অঞ্চল সভাপতি জগদীশ সিকদারের নেতৃত্বে এলাকায় মৌন মিছিল করে নতুন রাস্তায় পথসভা করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি ও দলীয় সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সন্দীপ পরামানিক, যুব সহ সভাপতি অর্ক ব‍্যানার্জী, সংখ্যা লঘু সভাপতি ফারুক আব্দুল্লা, শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, নিমো ১ প্রধান উত্তম কৈবর্ত‍্য, দলুইবাজার ১ প্রধান সহ অন‍্যান‍্য সদস‍্য ও নেতৃত্ববৃন্দ।