|
---|
সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে হলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়। সোমবার দুপুরে বিদ্যালয়গত ভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ ১২ হাজার ৫০১টাকা অনুদান তুলে দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের হাতে। প্রশাসনের পক্ষে এই চেক গ্রহণ করেন মেদিনীপুরের সদর মহকুমা শাসক দীন নারায়ণ ঘোষ।
এই অনুদানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী ব্যানার্জী,বর্তমান শিক্ষিকাবৃন্দ ও শিক্ষাকর্মীদের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আইনজীবী ইন্দুভূষণ দাস, বর্তমানে সভাপতি আবদুল ওয়াহেদসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ও শিক্ষাকর্মীদৈর একাংশ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুই প্রাক্তন সহ প্রধান শিক্ষিকা শোভা ঘোষ ও নন্দিতা দাস মহাপাত্র, প্রাক্তন শিক্ষিকা গৌরী প্রতিহার, প্রীতিকণা মন্ডল,মায়া ঘোষ,প্রতিমা মিত্র,খেলা ব্রহ্ম,দীপালি ভূঞ্যা,কল্যাণী দাসএবং প্রাক্তন শিক্ষাকর্মী তরুণ দাস প্রমুখ। সোমবার মহাকুমা শাসকের দপ্তরে বিদ্যালয়ের পক্ষে চার সদস্য-সদস্যার এক প্রতিনিধিদল মহাকুমা শাসকের হাতে এই লক্ষাধিক টাকার চেক তুলে দেন, প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ, প্রধান শিক্ষিকা তথা সম্পাদিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা সুতপা বসু ও শিক্ষাকর্মী সুব্রত দাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় জানান, বিদ্যালয় সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ,আজ সমাজের সার্বিক বিপদের দিনে আমরা আমাদের সাধ্যমতো সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম মাত্র, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের কাজে এলে খুশি হবো। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সভাপতি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তাঁদের এই উদ্যোগ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।