|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি: মুক্তাঙ্গন সাংস্কৃতিক সংস্থা আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বর্ধমান শহরের বড় নীলপুরের সাংস্কৃতিক সংস্থা মুক্তাঙ্গন আয়োজন করল রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান। দুই বরেণ্য কবি র জন্মদিনের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন মুক্তাঙ্গন সাংস্কৃতিক সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট সঞ্চালিকা, সংগীতশিল্পী মুক্তা রায়। অনুষ্ঠানে নজর কাড়া ছিল মাতৃভক্তির এক অনন্য দৃষ্টান্ত। মুক্তা রায় তাঁর মা শ্রীমতি শুক্লা চন্দ কে দিয়ে অনুষ্ঠানের নান্দনিক সূচনা ঘটান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামকে নিয়ে মননশীল আলোকপাত করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, কবিতা পাঠ, রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি পরিবেশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তাঙ্গন সাংস্কৃতিক সংস্থার সদস্য ও সদস্যরা কোরাস সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কানাইলাল বিশ্বাস, মানবেন্দ্র বোস, ফটিক, বিশিষ্ট ব্যবসায়ী তারক সাহা, শিশু শিল্পী কিয়ান রায়, অভিজ্ঞান চন্দ, অভিষিক্তা চন্দ, শুভাঙ্গি অধিকারী, সৌমি সরকার, সুচিন্তা বিশ্বাস, চন্দ্রানী মোদক, অভিজিৎ দাশগুপ্ত, উত্তম কর্মকার, তপন ধারা, প্রণব কুন্ডু, তপতী কর, মন্দিরা ভৌমক, শেলী ঘোষাল, অর্পিতা যশ, অজন্তা ভৌমিক, পার্থ চন্দ, প্রিয়াঙ্কা প্রসাদ, মিতা গড়াই, পম্পা মজুমদার, শুভেন্দু গাইন, মৌসুমী ঘোষ প্রমুখ। কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় প্রিয়ম প্রসাদ ও স্বরাজ ব্যানার্জিকে সংবর্ধিত করা হয়। প্যান্টের এবং শব্দে ছিলেন তারক ডেকোরেটার্স, তারক মাইক সার্ভিস।আলো তে আকাশ।