উপনির্বাচনের ফল নিয়ে তাঁর মন্তব্যের জন্য অস্বস্তিতে মুকুল রায়

নতুন গতি ওয়েব ডেস্ক: উপনির্বাচনের ফল নিয়ে তাঁর মন্তব্যের জন্য অস্বস্তিতে মুকুল রায়। শুক্রবার কৃষ্ণনগরে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে ইতস্তত করছেন তিনি। একটাই কথা বলছেন বারবার, যা হয়েছে ঠিক হয়নি। ওদিকে ছেলে শুভ্রাংশুর দাবি, বাবা অসুস্থ। যা আবার মানতে রাজি নন মুকুল।

    শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে গিয়ে মুকুল বলেন, ‘ভারতী জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই। তৃণমূল পর্যুদস্ত হবে। কৃষ্ণনগরে স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে বিজেপি।’ তাঁর কয়েকজন অনুচর তাঁকে কানের কাছে ভুল ধরিয়ে দেওয়ার পরেও এই কথা বলতে থাকেন তিনি।

    মুকুলের এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হতে দেরি হয়নি। কেন এমনটা বললেন মুকুল তা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ব্যাখ্যা আসতে থাকে। শনিবার তাঁর মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে মুকুল বলেন, ‘যেটা হয়েছে একেবারেই ঠিক হয়নি। এমনটা হওয়া উচিত হয়নি।’

    মুকুলপুত্র শুভ্রাংশুর দাবি, ‘মায়ের মৃত্যুর ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি বাবা। তাঁর শরীরে সোডিয়াম – পটাশিয়ামের ভারসাম্যের অভাব রয়েছে। যেজন্য মাঝে মাঝেই স্মৃতিভ্রংশ হচ্ছে তাঁর। অনেক সাম্প্রতিক জিনিসও মনে রাখতে পারছেন না।’

    সাড়ে তিন বছর বিজেপিতে কাটিয়ে গত ১১ জুন তৃণমূলে ফেরেন মুকুল রায়। সঙ্গে তৃণমূলে যোগদান করেন শুভ্রাংশুও। ওদিকে তখন করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মৃত্যুর সঙ্গে লড়ছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণাদেবী। ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

    মুকুল রায়ের মন্তব্য নিয়ে বিজেপির প্রতিক্রিয়া, ওনার মন্তব্যকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। উনি সুবিধামতো অবস্থান নেন, এটা মানুষ বুঝে গিয়েছে।