মালদহের সিহিপুর চাঁচল মহাশশ্মানের আগ্নেয় চুল্লির উদ্বোধনে একাধিক দাবী

উজির আলী, নতুন গতি, চাঁচল: ২২ ফেব্রুয়ারি শবদাহের আধুনিক আগ্নেয় চুল্লি ও মহাশশ্মানের সীমানা প্রাচীরের দারোৎঘাটন হল শনিবার। এদিন মালদহের সিহিপুর চাঁচল মহাশশ্মানের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দকৃত অর্থে আধুনিক চুল্লি উদ্বোধন করেন জেলাপরিষদ সদস‍্য সামিউল ইসলাম। ও সীমানা প্রাচীরের দ্বারোৎঘাটন করেন চাঁচল ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুর আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার বিজেপি সংযোজক দীপঙ্কর রাম সহ প্রমুখ।

    শুভ উদ্বোধনে একাধিক দাবীর সম্মুখীন হয় এদিন আধিকারিকরা।
    শশ্মানের ধারে রয়েছে পুকুর।মাটি ধসে যাওয়ায় গ্রাস করছে শশ্মানের একাংশ। গার্ড ওয়ালের দাবী জানিয়েছেন শশ্মান কমিটির সিক্রেটারী কাজল দাস। পঞ্চায়েত সমিতির তরফে উদ‍‍্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সভাপতি ওবাইদুর আহমেদ চৌধুরী।
    শশ্মান মন্দিরের চত্বরে সীমানা প্রাচীর করা হলেও শবদাহের চুল্লিটি ফাঁকা পরে রয়েছে। পাশেই রয়েছে রাজ‍্য সড়ক। সৎকার কালীন যাত্রীদের তা দৃষ্টিতে পরে। অবিলম্বে মহাশশ্মানের চতুর্প্রান্তে সীমানা প্রাচীরের দাবী জানিয়েছেন শশ্মান কমিটি। জেলা পরিষদের তরফে প্রাচীরের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সামিউল ইসলাম।