|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : আজকে উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের কমিউনিটি হলে উলুবেড়িয়া ১নং ব্লকের উদ্যোগে এবং আশা ভবন সেন্টারের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন সাবালিকা ২২জন বালিকাদের যাদের ১৮বছর হয়ে গেছে তাদের ভোটার তালিকার ফর্ম ফিলাপ করা হলো এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রানী বিকাশ সম্পদ দপ্তরের পক্ষ থেকে হাস,মুরগী এবং মাছের লালন পালনের জন্য প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয় সেই জন্য উলুবেড়িয়া ১নং ব্লক থেকে মুরগীর ছানা,হাস ও মাছের চারা প্রদান করা হয় ।
আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি শেখর দে এবং উলুবেড়িয়া ১নং ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকগন এবং আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই মহাশয়, প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আশা ভবন সেন্টারের সকল কর্মচারীবৃন্দ