মালদা জেলার ঐতিহাসিক রামকেলিধামে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একাধিক রাস্তার শিলান্যাস করা হলো

নতুন গতি ওয়েব ডেস্ক : MGNREGA প্রকল্পের মধ্যে দিয়ে মালদার রামকেলিধামে এই রাস্তাগুলির শিলান্যাস করা হলো । শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, BDO সৌগত চৌধুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সুতার সহ অন্যান্যরা। এদিন নারকেল ফাটিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে রাস্তাগুলির শিলান্যাস করা হয়। এদিন মহদীপুর গ্রাম পঞ্চায়েতের হাতিবাগান, দখলগ্রাম হইতে হাবাস খানাঘাট এবং ঝিনাইগাট এই তিনটি রাস্তার শিলান্যাস করা হয়।

     

    এলাকাবাসীরা জানান দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাগুলো। ইতিহাসিক রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়। তাই এই রাস্তাগুলি পাকা করা দাবি ছিল দীর্ঘদিনের। এই রাস্তাগুলি পাকা হওয়ায় খুশি তারা।

     

    অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান ঐতিহাসিক এই রামকেলি ধামে আজ প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তিনটি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করা হলো। ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী জানান, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই সকল রাস্তাগুলির। সেই মতো আজ শিলান্যাস করা হলো রাস্তাগুলির।

     

    এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি দীপিকা বর্মন ঘোষ বলেন – এদিন মহদীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিনটি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করা হলো‌ তার মধ্যে হাবাস খানা ঘাট একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে রামকেলি উৎসবের সময় প্রচুর ভক্তের আগমন হয়ে থাকে। আজ এই রাস্তাটিরও শিলান্যাস করা হলো। অন্যদিকে এই বিষয়ে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সুতারের স্বামী চন্দন ঘোষ জানান এই তিনটি ঢালাই রাস্তায় খুব গুরুত্বপূর্ণ। এলাকাবাসীদের দীর্ঘ বছরের দাবি ছিল এই রাস্তা গুলো।অবশেষে পুজোর আগে এই তিনটি রাস্তার কাজ শুরু হতে চলেছে। তাই হাসি ফুটেছে এলাকাবাসীদের মুখে।