মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা  রাখা আছে বলে ফোনে হুমকি!

নিজস্ব সংবাদদাতা : রবিবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নীল ব্যাগে বোমা  রাখা আছে বলে একটি হুমকি কল  করা হয়। তারপরই যুদ্ধকালীন তৎপরতায় বিমানবন্দরের প্রতিটি জায়গায় চিরুনি তল্লাশি চালান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। বম্ব স্কোয়াডের (bomb squad) লোকেরা এসেও তল্লাশি চালান। যদিও শেষ পর্যন্ত বোমার কোনও সন্ধান মেলেনি। বর্তমানে বিমানবন্দরে ফোন করে যে বোমা থাকার কথা বলেছিল তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ।