বাগুইআটির জোড়া খুন কাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

নিজস্ব সংবাদদাতা : বাগুইআটির জোড়া খুন কাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । বৃহস্পতিবার সন্ধেয় পুরমন্ত্রী সতীর্থ সুজিত বসু সহ স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি ও সাংসদ সৌগত রায়কে সঙ্গে নিয়ে খুন হওয়া দুই ছাত্র অতনু দে ও অভিষেক নস্করের বাড়িতে যান। মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে দুই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তাঁরা।

    খুন কাণ্ডে মূল অভিযুক্ত নিখোঁজ সত্যেন্দ্র চৌধুরিও পালিয়ে বাঁচতে পারবে না বলে দাবি করেছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বলেন, “ক্রাইম করে কেউ বাঁচতে পারেনি, আজ নয় কাল, অপরাধী অ্যারেস্ট হবেই।”

    জোড়া খুন কাণ্ডে বাগুইআটি থানার আইসির ভূমিকা ঘিরে তোপ দেগেছেন ফিরহাদ। একই সঙ্গে সিআইডির তদন্তে আস্থা রাখার কথাও তুলেছেন। বলেন, আমরা চাইছি সিআইডি খুব তাড়াতাড়ি যারা দোষী তাদের অ্যারেস্ট করুক। এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দিক। বাচ্চা ছেলেরা কি এমন অন্যায় করতে পারে, যার উপর এত রাগ যে খুন করতে হলো। মৃতের পরিবারের সাথে সাথে আমরাও চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

    এদিকে বাগুইআটির জোড়া খুনের তদন্তে নামা সিআইডি কর্তারা বৃহস্পতিবার সকাল থেকেই তদন্তে গতি এনেছেন। ফরেন্সিক দল বাগুইআটি থানায় গিয়ে বাজেয়াপ্ত গাড়ি থেকে যেমন নমুনা সংগ্রহ করেছেন, তেমনি নিউটাউনে গেস্ট হাউস থেকে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়।

    গত ২২ অগাস্ট বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠ স্কুলের  দশম শ্রেণির দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর নিখোঁজ হয়েছিল। কমবেশি ১২ দিন পরে নিখোঁজ দুই ছাত্রের দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।