|
---|
মতিয়ার রহমান : মুরারই সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে মহাসমারোহে কবি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হয় তাঁরই কথা কবিতা গানে। প্রথমে ফুল মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় । সোসাইটির পক্ষে সম্পাদক সেমিম আলম, সভাপতি আশরাফ আলী, উৎসব কমিটির পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ নাসিরউদ্দিন,তুহিনা খাতুন এবং সভাপতি দোস্ত মহম্মদ কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে নজরুল অনুরাগীদের ভীড় চোখে পড়ার মত। কচি কাঁচা অবুঝ সবুজ সাথীদের সাথে আসা অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিও ছিল নজর কাড়া। মুরারই ১ নং ব্লক মুক্তমঞ্চের সিংহাসন থেকে খিড়কি দুয়ার পর্যন্ত শোভন সুন্দর নজরুল ইসলামের নানান সময়ের ছবি দিয়ে সুসজ্জিত কারুকাজ দর্শক সাধারণের দৃষ্টি আকর্ষণ করে।
সকাল দশটায় অনুষ্ঠানের উদ্বোধন।সাড়ে দশটায় নজরুল ইসলামের আবক্ষ ছবি আঁকার মধ্য দিয়ে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান শুরু হয়। তারপর ক খ গ বিভাগের আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। মুরারই বিধানসভার প্রায় প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণ ছিল লক্ষণীয়। সবচেয়ে বেশি প্রতিযোগী আসে কলহপুর এইচ এম কে এইচ হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক) থেকে।
প্রচন্ড রোদ গরম উপেক্ষা করেও প্রতিযোগী সহ দর্শক শ্রোতাদের আসন ছিল কানায় কানায় পূর্ণ।
সেদিনের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নক্ষত্র খচিত। নজরুল সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুল সংগীত পরিবেশন করেন স্বনামধন্য জনপ্রিয় বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী নূপুর কাজী। বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় অনুষ্ঠানে খানিকটা বিঘ্ন ঘটলেও নূপুর কাজীর সুললিত কন্ঠে সুন্দর সঙ্গীত পরিবেশন দর্শক শ্রোতাদের হৃদয় মন জয় করে নেন। তার আগে দীপু কাজীর আবৃত্তি ও সন্দীপন বন্দোপাধ্যায়ের নজরুল সংগীত পরিবেশন নজরুল উৎসব অনুষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
অনুষ্ঠান মঞ্চে নজরুল বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিঙেফুল পত্রিকার সম্পাদক সাহাবুল ইসলাম। তিনি খালি গলায় নজরুল ইসলামের গজল ও নাত পরিবেশন করেন। এমন একটা নজরুল বিষয়ক অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে মুরারই এলাকার নজরুল অনুরাগীরা ভীষণই খুশি।