দোকান মালিকের মারে কর্মচারীর মৃত্যু, এলাকায় উত্তেজনা, পথ অবরোধ

নিজস্ব সাংবাদদাতা, কেশপুর: কাপড় ও হার্ডওয়্যার দোকানের মালিকের চড়ে মৃত্যু হল তারই দোকানের কর্মচারীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার গোলার নামে গ্রাম। জানা গেছে, গোলার বাজারে শাজাহান আলীর কাপড় ও হার্ডওয়্যার দোকান ছিলো। সেই দোকানে দীর্ঘ তিন বছর ধরে কর্মচারীর কাজ করতো তারাপদ দোলই নামে ওই গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে দোকান খোলার পর মালিক শাজাহান আলী ও কর্মচারী তারাপদ দোলই নিজেদের মধ্যে বচসাতে জড়িয়ে পড়ে। এতে শাজাহান আলী তারাপদ দোলইকে চড় মারতেই ঘটনা স্থলেই তারাপদ দোলই এর মৃত্যু হয়।
এই খবর রটতেই এলাকার বাসিন্দারা জড়ো হয়। দোকান ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পুলিশ এলে তাদেরকে দেখেও বিক্ষোভ দেখায় জনতা। পরে পুলিশের পদস্থ আধিকারিকরা এসে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় ময়না তদন্তের জন্য। শাজাহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশের টহলদারী রয়েছে এলাকায়।