সুদের টাকা নিয়ে বিবাদে রায়দিঘীতে খুন ৬৫ এর বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: শেষ পর্যন্ত সুদের কারবারই কি অন্তিম পথ দেখাল বছর ৬৫ বৃদ্ধর। এ প্রশ্নই এখন ঘোরাঘুরি করছে রায়দিঘীর গিলারছাটের আবাল বৃদ্ধ বনিতার মুখে। সূত্রের খবর মঙ্গলবার গভীর রাতে গিলারছাটের বৈরাগীরচক বৈদ‍্যপাড়ায় এক ব‍্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ব‍্যক্তি গ্রামেরই বাসিন্দা কাছেদ বৈদ‍্য। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই ব‍্যক্তি সুদের কারবার করতেন এলাকায়। এ নিয়ে গ্রামের অনেক ব‍্যক্তির সঙ্গে বনিবনাও ছিল। তার জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে অনুমান করেছে স্থানীয়রা। এই ঘটনা নিয়ে মৃতার মেয়ে মোমেনা বৈদ‍্য জানান গতকাল সন্ধ্যা নাগাদ তাঁর বাবা চা খেতে বাইরে বের হয়ে যান, তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। পরে জানতে পারেন তাঁর বাবাকে খুন করা হয়েছে। বর্তমানে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন‍্য ডায়মন্ড হারবার মহাকুমা হসপিটালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘী থানার পুলিশ।