মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল সাগরদিঘী থানার সিভিক

রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘী হাসপাতালে চিকিৎসাধীন এক মুমূর্ষ রোগী আকলিমা বিবি বয়স (৪০) অ্যানিমিয়া রোগে আক্রান্ত, সাগরদিঘীর ড্যাংরাল এর বাসিন্দা, বৃহস্পতিবার দিন সকালে সাগরদিঘী হাসপাতালে ভর্তি হন এবং রুগীর পরিবার বি নেগেটিভ রক্তের প্রয়োজনে যোগাযোগ করেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সক্রিয় সদস্য কৌশিক দাসের সঙ্গে । এরপর অনেক খোঁজাখুঁজির পর যখন রক্তদাতা পাওয়া যাচ্ছিল না। তখন ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বিষয়টি সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় শ্রী সুমিত বিশ্বাস মহাশয়কে জানান। এরপর মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়ের সহযোগিতায় ডিউটিরত অবস্থায় রক্তদানে এগিয়ে আসেন বারালা গ্রামের মোঃ আনারুল হক নামের এক সিভিক কর্মী। তিনি সাগরদিঘী ব্লাড সেন্টারে এসে রক্তদান করে যান। রক্ত পেয়ে রোগীর পরিবার মোঃ আনারুল হক, সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় শ্রী সুমিত বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।