|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদের সাগরদিঘীর বালিয়া অঞ্চলের রামনগর এলাকার বাসিন্দা মরিয়াম বিবি অসুস্থতার কারণে ভর্তি হয়েছেন বহরমপুর গ্লোকাল নার্সিংহোমে এবং সেখানে জরুরি অবস্থায় তার ২ ইউনিট রক্তের প্রয়োজন হয়ে পরে। পরিবারের সদস্যরা সেইভাবে কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সঙ্গে যোগাযোগ করেন এবং এই খবর পাওয়া মাত্রই ট্রাস্টের অন্যতম রক্তযোদ্ধা আনিসুর সেখ এবং কৌশিক দাস এর সহযোগিতায় সাগরদিঘী হাসপাতাল ব্লাড সেন্টারে রক্ত দান করেন ড্যাংরাইল গ্রামের রিপন শেখ এবং বালিয়া গ্রামের খলিল সেখ। রক্তদানের পর সেই রক্ত সাগরদিঘী হাসপাতাল ব্লাড সেন্টার এর সহযোগিতায় বহরমপুর গ্লোকাল নার্সিংহোমে নিয়ে যান তারা অতি শীঘ্রই রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য পরিবারের লোকেরা সাগরদিঘী উনার ওয়েলফেয়ার ট্রাস্ট কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।