|
---|
নিজস্ব সংবাদদাতা : রেডিও শ্রোতা সংগঠন মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার এর আয়োজনে রবিবার ৯ই জুন বহরমপুর স্টুডেন্টস হেল্থ হোমে উদযাপন হল রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বেতার শ্রোতা, সাহিত্য সংস্কৃতি ও বিজ্ঞান প্রেমী মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ এর RJ ঋত্বিক সরকার। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক চাঁদ শেখ, বীরভূম ও মানস দাস, কলকাতা।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান ও আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে দুই কবিকে শ্রদ্ধা জানানো হয়।
কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সভাপতি আব্দুল হাদি মহাশয়। তারপর উপস্থিত সদস্য সদস্যাগণ দুই কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রবীন্দ্র সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন সঙ্গীত শিল্পী জয় কুমার ধারা। নজরুল গীতি পরিবেশন করেন মানসী বড়াল, এছাড়াও সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিল্পী তাসনিম রহমান, বাবুরাম মন্ডল, সরস্বতী অধিকারী, মনিরা বেগম প্রমূখ। তবলায় সহযোগিতা করেন সংস্থার সহ-সম্পাদক কাশীনাথ মন্ডল।
কবিতা পাঠ করেন সভাপতি আব্দুল হাদী, সহ সভাপতি বিশ্বনাথ মন্ডল, কনভেনর মিলটন চক্রবর্তী, ফজলে এলাহী, নাসিমা কবির ,সুদাম দাস, তাসনিম রহমান।স্বরচিত কবিতা পাঠ করেন সাফিকা বেগম, কুমুদ চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন তাসনিয়া ইয়াসমিন। মাউথ অর্গান বাজান শংকর দাস।
রবীন্দ্র নজরুল দুই কবির সাহিত্য সৃষ্টি, বিজ্ঞান ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন RJ ঋত্বিক সরকার, মানিক চাঁদ শেখ, মানস দাস, কোষাধক্ষ স্বরূপ চাঁদ শেখ, কাশীনাথ মন্ডল, বিশ্বনাথ মন্ডল, জয়দীপ চক্রবর্তী, সৌমেন বিশ্বাস, ডক্টর দীপঙ্কর রায়, জুব্বার আলী, রফিকুল ইসলাম, আমানুল ইসলাম,নজরুল ইসলাম,জয়দেব চক্রবর্তী,অলোক কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আমিনুল হক সরকার, সুব্রত দাস, অমীয় কুমার দে, উদয়ন কুমার বিশ্বাস, অলোক কুমার সাহা, কাজী আনসারুল, সানারুল শেখ, ডক্টর সঞ্জীব মন্ডল, রিনা পারভিন, শবনম সুলতানা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাশীনাথ মন্ডল এবং স্বরূপ চাঁদ সেখ।
সংস্থার সদস্য অমিয় কুমার দে মহাশয় একটি পুরনো রেডিও মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের রেডিও সংগ্রহশালায় দান করেন। ক্ষুদে শিল্পী তাসনিম রহমান ও তাসনিয়া ইয়াসমিন কে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।সংস্থার সম্পাদক শিবেন্দু পাল বলেন ২০১৯ সালে বেশ কিছু বেতার প্রেমী মানুষ মিলিত হয়ে গড়ে ওঠে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার। বর্তমান ডিজিটাল যুগে বেতারের গুরুত্ব ও বেতার অনুষ্ঠান মানুষের মাঝে জনপ্রিয় করে তোলার জন্য আমরা বিশ্ব বেতার দিবস( ১৩ ফেব্রুয়ারি), বেতার শ্রোতা সম্মেলন, বেতার বিষয়ক পত্রিকা বেতার ভুবন প্রকাশ, বইমেলায় বেতার বিষয়ক স্টল, বেতার বিষয়ক প্রদর্শনী করে থাকি। এছাড়াও বিগত তিন বছর ধরে থেকে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি, রাখী বন্ধন উৎসব পালন পালনের পাশাপাশি হ্যাম রেডিও ও ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালার আয়োজন করা হয়। আমরা একটা রেডিও সংগ্রহশালাও তৈরি করতে চলেছি। এ বছর গান, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে বাঙালির দুই প্রাণের কবিকে শ্রদ্ধা জানানো হয়েছে।