মুর্শিদাবাদের নবগ্রামে ডাম্পারের ধাক্কাতে একই পরিবারের দুই জনের মৃত্যু।

সুজাউদ্দিন সেখ, নতুন গতি : নবগ্রাম থানার অন্তর্গত বড়ো বাথান গ্রামের বছর আঠাশ ও  বছর চল্লিশের বৌ-শাশুড়ির মৃত্যু হলো এসডিএল  কনস্ট্রাকশন কোম্পানির  ডাম্পার গাড়ি ধাক্কায়। স্থানীয় সূত্রে বেলা এগারোটার সময় মুর্শিদাবাদ সদর ঘাট থেকে গঙ্গা স্নান সেরে ছেলের মোটরবাইকে ফিরছিলেন তাঁরা। পলসনডা ও মুর্শিদাবাদ সদর ঘাটের ঠিক মাঝামাঝি নারকেলবাগান মোড়েই ঘটে এগারটা পঁয়তাল্লিশ নাগাদ এই বিপত্তি। হজরত নামে এক স্থানীয় বাসিন্দার কথায় মোটরবাইকটি বন্ধ অবস্থায় দাঁড়িয়ে ছিল পলসনডা অভিমুখে আর ডাম্পার গাড়িটিও সেই অভিমুখে পাশ কাটিয়ে যেতে গিয়েই পিশে দেয় নির্মম ভাবে একই পরিবারের দুই মহিলাকে। বাইক চালক সেরকম আঘাত পায়নি। উত্তেজিত জনতাকে সামাল দিতে নবগ্রাম থানার পুলিশ হাজির হন।