মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল সাহিত্য ও বই প্রকাশ অনুষ্ঠান

সংবাদদাতা, মুর্শিদাবাদ: ২০শে অক্টোবর ২০২৪ রবিবার অনুষ্টিত হল এক বর্ণাঢ্য সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের লালবাগ সিংঘী হাই স্কুলের হল ঘরে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক সেখ জাহির আব্বাস। এখানে তার হাতে মোড়ক উম্মোচন হয় মুর্শিদাবাদের দ্বিভাষিক কবি ও সম্পাদক ইমদাদুল ইসলাম সম্পাদিত ‘আধুনিক কাব্যকথা’ যৌথ কাব্যগ্রন্থটির। উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশের একঝাঁক কবি, সাহিত্যিক ও শিল্পী। পরিবেশিত হয় সাহিত্য আলোচনা , কবিতা আবৃত্তি ও গান।

    অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, কবি সাহিত্যিকদের সম্মানিত করা হয় উত্তরীয়, স্মারক পদক ও সনদ প্রদানের মাধ্যমে। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অধ্যাপক সেখ জাহির আব্বাস, কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম, আশিকুল আলম বিশ্বাস, মোঃ মুরসালিন হক, রাফিকুজ্জামান খান, মোঃ ইজাজ আহামেদ, গোলাম কাদের, সাহাবুল ইসলাম, অমর সিং, পুষ্পক মণ্ডল, মীর শাহানাজ, আব্দুস সালাম এবংও বাংলাদেশের কবি ও সাহিত্যিক অলি সোহরব, সেলিম আফতাব, সুকুমার দাস প্রমুখ।